প্রিন্ট ভিউ
বোয়ালমারীতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আসামী গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ধর্ষণ মামলার আসামী মফিজুর রহমানকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল ওহাবের ছেলে মফিজুর রহমান শুক্রবার দুপুরের দিকে মানসিক প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক তুলে নিয়ে কেরশাইল পূর্বপাড়া কুমার নদীর পারে একটি পরিত্যাক্তা টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা এলাকায় জনাজানি হলে ধর্ষক মফিজুরের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে যায়। তবে স্থানীয় লোকজন এঘটনা মিটমাট না করে পুলিশের দারস্থ হতে বলে প্রতিবন্ধী পরিবারের লোকজদের। এ ঘটনার পর মানসিক প্রতিবন্দীর বড় ভাই বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ৩০। মামলার ১ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। তিনি বলেন, ওই নারীর বড় ভাই থানায় মামালা করার পরে ওই রাতেই আসামী গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামী ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভিক্টিম নারীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।