প্রিন্ট ভিউ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্য, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। তিনি বলেন, “সমবায় আন্দোলনই পারে সমাজের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে। প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে সমবায়ের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করেন, তবে টেকসই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।”
উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুনসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দ কুমার বণিক।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শ্রেষ্ঠ মৎস্যজীবী হিসেবে পুরস্কার পান হরিহরনগর বাওর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফুল মিয়া, শ্রেষ্ঠ সমবায় সংগঠক নির্বাচিত হন আশার প্রদীপ ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি দেবব্রত শীল, চিতার বাজার বণিক সমিতির সম্পাদক শাকিল মোল্লা ও সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম।