প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুষ্টিয়ার মিরপুর উপজেলার দন্ত চিকিৎসক ডা. আব্দুল হামিদ আহমেদ। অর্থাভাবে তিনি ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু পায়ের জটিল অপারেশন করাতে পারেননি।
এই খবর জানতে পারেন আমিনা মামুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি, আরবিটি নিউজের সম্পাদক ও প্রকাশক, এবং আমিনা জুয়েলার্সের মালিক খন্দকার আশরাফুল আলম মামুন। মানবিক উদ্যোগে তিনি ডা. হামিদকে কুষ্টিয়ার রয়েল ক্লিনিকে নিয়ে যান এবং তার পায়ের অপারেশনের সম্পূর্ণ খরচ বহন করেন। শুধু তাই নয়, পরবর্তী ওষুধ ও চিকিৎসা খরচের জন্য আরও নগদ ৫০ হাজার টাকা তার হাতে তুলে দেন।
আবেগাপ্লুত ডা. আব্দুল হামিদ আহমেদ বলেন, “আমার পা ভেঙে তিন খণ্ড হয়ে গিয়েছিল। এত ব্যয়বহুল অপারেশনের খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন খবর পেয়ে আমার সব খরচ নিজে বহন করেন। আল্লাহর রহমতে আজ আমার অপারেশন সম্পন্ন হয়েছে। এমন মহানুভব মানুষ দুনিয়ায় এখনো আছেন—তা ভাবতেই চোখে পানি আসে। আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।"
তিনি আরও জানান, “আমি তাকে এখনো সরাসরি দেখিনি, তিনি আমাকেও দেখেননি। কিন্তু তাঁর সহযোগিতা আমার জীবনে নতুন আলো এনেছে। আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলেন, যাতে একদিন এই মহান মানুষটির সাথে সরাসরি দেখা করতে পারি।”
খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, “আমি আল্লাহর একজন নগণ্য বান্দা মাত্র। মহান আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তাঁরই দান—আমি শুধু মাধ্যম। মানুষের বিপদে পাশে থাকতে পারাটাই আমার জন্য পরম তৃপ্তির।”