• ঢাকা
  • মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ , ভোর ০৪:০৭
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব

রিপোর্টার : সাদিয়া আক্তার
সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব প্রিন্ট ভিউ

 সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ১৯শে অক্টোবর সড়ক দূর্ঘটনায় নিহত হন ফরিদপুরের সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইব্রাহিম হোসেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহত শিক্ষকের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে ছুটে যান বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী। শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোকার্ত পরিবারের সাথে কথা বলেন তিনি।

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী নিহত ইব্রাহীম মাস্টারের পরিবারের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিহত ইব্রাহীম মাস্টারের পরিবারকে সব রকম সহোযোগিতা করার আশ্বাস দেন। এরপর কবর জিয়ারত করে দোয়া করেন।

স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, মহাসচিব আরও বলেন, “আমরা একটি যুগোপযোগী ইসলামিক আন্দোলন গড়ে তুলতে একাধিক ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের অবস্থা অনুকূল হলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”“গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণই এখন সময়ের দাবি। নভেম্বরের মধ্যে গণভোট করা যেতে পারে। এটি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে।”

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই আসনে বকুল মিয়া একজন যোগ্য প্রার্থী। আমরা এই তাকে মনোনীত করেছি। আপনারা সকলেই তার জন্য কাজ করবেন। তিনি বর্তমানে যেভাবে আপনাদের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদপুর জেলা আমীর হাফেজ মওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা আনিছুর রহমান, উপজেলা খেলাফত আন্দোলনের মেজবাহুল হক প্রমুখ। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন